এশিয়া কাপ ফাইনালে মোহাম্মদ সিরাজের গতির তোপ দেখেছে শ্রীলংকা। ২১ রানে তার ৬ উইকেট শিকারে ব্যাট করতে নেমে লংকানরা ৫০ রানেই অলআউট হয়েছে-যা ছিল তার মহাদেশীয় টুর্নামেন্টের সেরা পারফরম্যান্স। অসাধারণ সেই বোলিংয়ে ওয়ানডেতে বোলারদেরর্ যাংকিংয়ে চূড়ায় উঠেছেন তিনি। ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বারর্ যাংকিংয়ের এক নম্বর স্থান দখলে নিয়েছেন ভারতীয় পেসার। সর্বশেষ এই স্থানে উঠেছিলেন এই বছরের জানুয়ারি-মার্চে।
এশিয়া কাপে ১২.২০ গড়ে ১০ উইকেট শিকারে সিরাজর্ যাংকিংয়ে আট ধাপ এগিয়েছেন। যার মূল নৈপুণ্যটা ছিল ফাইনালে। সিরাজের নিজের কাছেই সেটা ছিল স্বপ্নের এক স্পেল! যার মধ্যে এক ওভারে আসে ৪ উইকেট! যে কীর্তিটি ওয়ানডে ইতিহাসে হয়েছে মাত্র তিনবার।
এশিয়া কাপের পর বোলারদেরর্ যাংকিংয়ে উন্নতি হয়েছে আফগানিস্তান স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খানেরও। তারা শীর্ষ পাঁচে উঠেছেন।