হকির পরাশক্তি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য দিন দিন বাড়ছেই। আন্তর্জাতিক আসরে অংশ নিলে নেই চিত্রটা ফুটে ওঠে। চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমসে বাংলাদেশ খেলছে ভারত, পাকিস্তান ও জাপানের সঙ্গে একই গ্রম্নপে। 'এ' গ্রম্নপে অন্য দুই দল উজবেকিস্তান ও সিঙ্গাপুর।
হকিতে নেই কোনো উন্নতি। জাপান, পাকিস্তানের পর ভারতের কাছে বড় হারে বাংলাদেশের হকির কঙ্কালটাই বেরিয়ে গেছে। গেমসের শুরুটা ছিল জাপানের কাছে ৭-২ গোলে হেরে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে পরাজয় ছিল ৫-২ গোলে। এরপর অপেক্ষাকৃত কম শক্তির সিঙ্গাপুরকে ৭-৩ ও উজবেকিস্তানকে ৪-২ গোলে হারিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। সোমবার শেষ গ্রম্নপ ম্যাচে ভারতের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। হেরেছে ১২-০ গোলে। বাংলাদেশ গেমস থেকে সপ্তম নাকি অষ্টম হয়ে ফিরবে তার উত্তর মিলবে ৬ অক্টোবর।