শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

'মুশফিকের আউট খেলার ফ্লোতে হয়ে গেছে'

ক্রীড়া প্রতিবেদক
  ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মেহেদী হাসান মিরাজ

নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে প্রথম দিন পুরোটাই ছিল ঘটনায় ভরপুর। প্রায় প্রতি ওভারেই কোনো না কোনো কিছু হচ্ছিল। বাংলাদেশের ১৭২ রানের জবাবে ১২.৩ ওভারে ৫৫ রান তুলতেই কিউইরা হারিয়ে ফেলেছে ৫ উইকেট। তবে সব আলোচনা অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের আউট নিয়ে।

মিরপুর চিরাচরিত স্পিনবান্ধব উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ সংগ্রাম করছিল বাংলাদেশ। ৪৭ রানেই হারায় প্রথম সারির চার উইকেট। পরে তরুণ শাহাদাত হোসেন দিপুর সঙ্গে দলের হাল ধরেন মুশফিক। ৫৭ রানের জুটিও গড়েছিলেন এ দুই ব্যাটার। কিন্তু এরপর হুট করেই তালগোল পাকিয়ে ফেলেন মুশফিক।

মিরপুরের স্পিন স্বর্গে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ব্যাটাররা হতাশার এক দিন পার করেছে। প্রথম দিনেই ১৫ উইকেটের পতন হয়েছে বুধবার। কিন্তু বিষয়টি ছাপিয়ে আলোচনার কেন্দ্রে মুশফিকুর রহিমের বিরল আউট 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড'। এ নিয়ে দিন শেষে কথা বলেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সতীর্থ মেহেদী হাসান মিরাজ বললেন, খেলার 'ফ্লো'তে এমনটা করে ফেলেছেন মুশফিক।

এদিন সংবাদ সম্মেলনে মুশফিকের বিরল আউট নিয়ে প্রশ্ন করা হলে মিরাজ বলেন, 'দেখেন এরকম তো ইনটেনশনালি (ইচ্ছেকৃত ভাবে) হয় না। এটা খেলার ফ্লোতে (ধারায়) হয়ে গেছে। তিনি তো ইচ্ছেকৃত ভাবে করেননি। জেনেশুনে কেউ কখনো আউট হতে চান না। এক ধারায় খেলতে গিয়ে হঠাৎ হয়ে গেছে এরকম।'

মুশফিকের আউট ইচ্ছাকৃত নয় দাবি করে বিশ্বকাপ চলাকালীন অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিষয়ও টেনে আনেন মিরাজ, 'আপনি দেখেন, খেলার পরিস্থিতিতে অনেক সময় ব্যাক অব দ্য মাইন্ডে অনেক কিছু চলতে থাকে। এটাও তেমনই ফ্লোতে চলে গেছে আমার কাছে মনে হয় মুশফিক ভাই যেভাবে আউট হয়েছে। আরেকটা জিনিস দেখেন, আমরা বিশ্বকাপে একটা টাইমড আউট পেয়েছি। ওখানে কিন্তু টাইমড আউট হয়ে গিয়েছিল শ্রীলংকার ব্যাটার। আজকে মুশফিক ভাই যে আউটটা হলো, সেটাও এভাবেই হয়ে গেছে।'

'আমি যখন ব্যাটিং করি, তখন একটা শট খেলার পর উইকেটে যখন বলটা আসবে, তখন কিন্তু অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় কী করতে হবে, না করতে হবে। মুশফিক ভাই যেটা করেছে, এটা ফ্লোতে হয়ে গেছে। ইনটেনশনালি করা হয়নি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে