শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আইসিসির মাস সেরার তালিকায় নাহিদা-ফারজানা

ক্রীড়া প্রতিবেদক
  ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
আইসিসির মাস সেরার তালিকায় নাহিদা-ফারজানা
আইসিসির মাস সেরার তালিকায় নাহিদা-ফারজানা

গত নভেম্বর মাসের পারফরম্যান্সের জন্য আইসিসির মাস সেরা নারী ক্রিকেটার হওয়ার তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই তারকা নাহিদা আক্তার ও ফারজানা হক পিংকি। তারা লড়াই করবেন পাকিস্তানের সাদিয়া ইকবালের সঙ্গে।

বৃহস্পতিবার মাস সেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে ছেলেদের বিভাগে এই লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড, গেস্নন ম্যাক্সওয়েল এবং ভারতের মোহাম্মদ শামি।

পাকিস্তানের বিপক্ষে অক্টোবর মাসে টি২০ সিরিজ জয়ে ভূমিকা রাখা নাহিদা পরে নভেম্বর মাসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়েও রাখেন ভূমিকা। ১৪.১৪ গড়ে সাত উইকেট নিয়ে সিরিজ সেরা হন বাঁহাতি স্পিনার। প্রথম ম্যাচে ৩০ রানে ৩, দ্বিতীয় ম্যাচে ৪৩ রানে ১, তৃতীয় ম্যাচে ২৬ রানে নেন ৩ উইকেট।

৩০ বছর বয়সি ব্যাটার ফারজানা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে এক ম্যাচে করেন ১১০ আরেক ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬২ রান। দারুণ এই পারফরম্যান্স মাস সেরার লড়াইয়ে রাখল তাকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারলেও পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল ১২.৫০ গড়ে ৬ উইকেট নিয়ে রাখেন ভূমিকা। তিনিও তাই আছেন মাস সেরার লড়াইয়ে। দর্শক, সাংবাদিক ও বিশেষজ্ঞদের ভোটে এই তিনজন থেকে বেছে নেওয়া হবে মাস সেরা ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে