বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ঢাকা পর্ব শেষে বিপিএল যাচ্ছে সিলেটে

ক্রীড়া প্রতিবেদক
  ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ঢাকা পর্ব শেষে বিপিএল যাচ্ছে সিলেটে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শেষ। মঙ্গলবারের দু'টি ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ঢাকাপর্বের প্রথম ধাপ। এর পরই ফ্র্যাঞ্চাইজিগুলো উড়াল দেবে সিলেটে। আগামী ২৬ জানুয়ারি থেকে সিলেটে শুরু হবে বিপিএলের ম্যাচ। সেখানে ৩ ফেব্রম্নয়ারি পর্যন্ত চলবে খেলা। তার মানে বুধ ও বৃহস্পতিবার বিপিএলের কোনো খেলা নেই।

আজ বুধবার থেকে সিলেট ভেনু্যর টিকিট পাওয়া যাবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশী।

তিনি বলেন, 'বুধবার থেকে অনলাইন ও নির্ধারিত টিকিট কাউন্টার থেকে বিপিএলের টিকিট পাওয়া যাবে।'

স্টেডিয়ামের গ্রিন হিল এরিয়া ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা, যা বিপিএলে সর্বনিম্ন টিকিট মূল্য। এছাড়া ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা ও গ্রান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকসংলগ্ন টিকিট কাউন্টারে। এছাড়াও নগরের রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়াম থেকেও সংগ্রহ করা যাবে ম্যাচের টিকিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে