বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

শ্রীলংকার পর পাকিস্তানকেও উড়িয়ে দিল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ
ক্রীড়া প্রতিবেদক
  ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
ত্রিদেশীয় সিরিজে একক আধিপত্য চলছে বাংলাদেশের মেয়েদের -সংগৃহীত

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে টানা জয় ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তাতে সিরিজে একক আধিপত্য চলছে বাংলাদেশের মেয়েদের। শ্রীলংকার পর পাকিস্তানকেও উড়িয়ে দিয়েছে সুমাইয়ারা। জয় তুলে নিয়েছে ৩৬ রানের ব্যবধানে।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার লাল-সবুজের প্রতিনিধিদের দেওয়া ১৩৭ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে পাকিস্তান। টাইগ্রেসদের পক্ষে দুর্দান্ত বোলিং করেন আফিয়া আসিমা ইরা। ৪ ওভার বল করে ১ মেডেনসহ ২ উইকেট নেন তিনি।

রান তাড়ায় নেমে শুরুটা অবশ্য ভালোই ছিল পাকিস্তানের। এয়মান ফাতিমা ও সামিয়া আফসার মিলে ওপেনিং জুটিতে তুলে নেন ৫১ রান। তাদের জুটি ভেঙে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান ইরা। ৩০ বলে ২৫ রান করে আউট হন সামিয়া। এরপর ক্রিজে স্থায়ী হতে পারেননি ফাতিমাও। ৪৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে রাবেয়ার শিকার হন তিনি। দুজনের বিদায়ের পর টাইগ্রেসদের বোলিং তোপে ক্রিজে দাঁড়াতে পারেনি পাকিস্তানের বাকি ব্যাটাররা। শেষদিকে কামাল খানের ১২ বলে ১৪ আর লাইবা নাসিরের ১২ বলে ১০ রানের ইনিংস কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইভা ছাড়া ব্যাট হাতে দু্যতি ছড়ান বাংলাদেশের বাকি ব্যাটাররা। ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে ২৪ রান করেন। ৩০ বলে ৩ চারের মারে ৩১ রান করেন ওয়ান ডাউনে নামা আর্বিন তানি। তবে দলের রানের গতি বাড়ে অধিনায়ক সুমাইয়া আক্তারের ইনিংসে। ২৪ বলে ৪ চারের মারে ৩২ রান করেন তিনি। এছাড়া রাবেয়ার ব্যাট থেকে ২৩ বলে আসে সমান ২৩ রান। তাতে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছিল সুমাইয়ার দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে