শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সিলেটের গ্যালারিতে দর্শকের হাহাকার

ক্রীড়া প্রতিবেদক
  ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিপিএলে শনিবার সিলেটের গ্যালারি ছিল পুরোটাই ফাঁকা -সংগৃহীত

বিপিএলের প্রথম পর্বের খেলা চলছে চায়ের দেশ সিলেটে। প্রথমদিনের খেলায় সেখানে পরিপূর্ণ দর্শক থাকলেও দ্বিতীয় দিনের খেলায় গ্যালারিতে নেমে এসেছে হাহাকার। দিনের প্রথম ম্যাচে গ্যালারিতে দেখা গেছে হাতেগোনা কিছু দর্শক। শনিবার দেড়টায় দিনের প্রথম খেলায় মাঠে নামে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি শুরু হয় প্রায় ফাঁকা গ্যালারি নিয়ে।

এর আগে সিলেটের প্রথম খেলায় শুক্রবার দুপুরে দর্শকের উপস্থিতি কম ছিল। তবে গতকাল গ্যালারিতে দর্শক ছিল। বিভিন্ন গ্যালারি ঘুরে দেখা যায়, ২০০-৩০০ দর্শক উপস্থিত হয়েছেন বরিশাল-চট্টগ্রামের ম্যাচ দেখতে। সেখানে ধীরে ধীরে আরও দর্শক আসছিলেন। তবে সেটি পরিমাণে ছিল হাতেগোনা।

এবার অন্যতম তারকাবহুল দল ফরচুন বরিশাল। দেশীয় তারকায় ঠাসা এই দলটিতে তামিম ইকবাল, মাহমুদউলস্নাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাইজুল ইসলামসহ অনেকেই রয়েছেন। বিদেশিদের মধ্যে আহমেদ শেহজাদ, দুনিথ ভেলস্নালাগে, আব্বাস আফ্রিদিরা রয়েছেন।

অন্যদিকে চট্টগ্রামে তানজিদ হাসান তামিম, ইমরানুজ্জামান, নিহাদুজ্জামানের মতো উঠতি খেলোয়াড় রয়েছেন। দলে আভিস্কা ফার্নান্দো, নাজিবুলস্নাহ জাদরান, কার্টিস ক্যাম্পারের মতো বিদেশি ক্রিকেটারও রয়েছেন। এরপরেও দর্শকদের আগ্রহ তেমন দেখা যায়নি। অবশ্য বিপিএলে এর আগে অনেক বড় বড় তারকা ক্রিকেটার খেলেছেন, যাদের অনেকেই এবার আসেননি।

শুক্রবার সিলেট স্ট্রাইকার্স-কুমিলস্না ভিক্টোরিয়ান্স ম্যাচে দর্শকদের হতাশ হয়ে মাঠ ছাড়তে দেখা গেছে। স্বাগতিক সিলেট জিততে পারেনি কুমিলস্নার বিপক্ষে। তাতে বেশিরভাগই খেলা শেষ হওয়ার আগে স্টেডিয়াম ছেড়েছেন। অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন সিলেট না জেতায়। তাদের অনেকেই শনিবার স্টেডিয়ামে আসেননি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিট বিক্রয় কেন্দ্র সকাল থেকেই ফাঁকা দেখা যায়। দু'একজন করে টিকিট কিনতে এসে সহজেই টিকিট পেয়েছেন। কোথাও কোনো ভিড় কিংবা কোলাহল দেখা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে