বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
আজকের খেলা

প্রথম জয়ের উপায় খুঁজছে মাশরাফি-শান্তদের সিলেট

সিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (দুপুর ১টা ৩০),খুলনা টাইগার্স-দুর্দান্ত ঢাকা (সন্ধ্যা ৬টা ৩০)
ক্রীড়া প্রতিবেদক
  ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
গতবারের বিপিএলে নেতৃত্ব দিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তুলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু দশম বিপিএলে তিন ম্যাচ থেকে একটিতেও দলকে জেতাতে পারেননি তিনি -ওয়েবসাইট

ব্যাটিং-বোলিং, কোনোটাতেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারছে না। তাতে বিপিএলের চলতি আসরে তিন ম্যাচ খেলে এখনো জয়ের স্বাদ পায়নি সিলেট স্ট্রাইকার্স। কঠোর অনুশীলনের পরও ঘুরে দাঁড়াতে পারছে না তারা। তবে এবার কৌশলী হয়ে পরের ম্যাচে নজর রাখছে সিলেট। আজ সোমবার দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ম্যাচের আগের দিন কঠোর অনুশীলন করেছে সিলেট। যদিও সেটি ঐচ্ছিক অনুশীলন ছিল এবং দলীয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সেখানে ছিলেন না।

টি২০ ক্রিকেটে যে কোনো মুহূর্তেই খেলার বাঁক বদল হতে পারে। বিশেষ করে খেলার গতিপথ কোনো একক কারণেই পরিবর্তন হতে পারে। এ কথার সঙ্গে সুর মিলিয়ে সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, 'বিপিএল অনেক ব্যস্ত টুর্নামেন্ট। এখানে প্রস্তুতি সেভাবে নেওয়া যায় না। আর এই খেলায় ছন্দটা খুব প্রয়োজন। যেটা আমরা এখনো পাইনি। তবে আশা করি পরবর্তী ম্যাচ থেকে সেটি পাব। ক্রিকেটাররা অনুশীলনে খুব চাঙ্গা রয়েছে, মজা করছে। আমরা চেষ্টা করছি ছন্দ ধরে ভালো কিছু বের করতে।'

অনুশীলনের বিষয়ে নাফিস বলেন, 'আজকে আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল। এখানে যাদের দরকার ছিল তারা আসছে। যাদের বিশ্রামের প্রয়োজন ছিল তারা বিশ্রাম নিয়েছে। এখানে ফিজিও রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, যাদের বিশ্রাম নেওয়া দরকার তারা নিয়েছে।'

এদিকে উইকেট ভালো হোক আর খারাপ, সেসব নিয়ে ভাবতে চান না সিলেটের ম্যানেজার। তিনি বলেন, 'আমি এমন একটা ব্যক্তি যে উইকেটের খুব একটা দোষ দেই না। যেহেতু ক্রিকেট খেলতে হবে এবং এখানে পেশাদাররা খেলে, তো এখানে মানিয়ে নেওয়াটা খুব জরুরি। সবশেষ ম্যাচে ১৩০ রান আমাদের চেজ করা উচিত ছিল। উইকেট যেমনই হোক আমরা সেখানে ব্যর্থ হয়েছি। আমরা পরে সবাই মিলে এ বিষয়ে কথা বলেছি। আমরা এখন অনেকটাই আত্মবিশ্বাসী এবং সামনের ম্যাচগুলো ভালো খেলতে চাই।'

সিলেট যে ম্যাচগুলো হেরেছে সেগুলোতে জয়ের সম্ভাবনা ছিল বলে মনে করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তিনি বলেন, 'গত যে তিনটা ম্যাচ আমরা হেরেছি সেগুলো হয়তো আমাদের অনুকূলে ছিল। আমরা নিজেদের কাজে লাগাতে পারিনি। ছোট ছোট ভুলের কারণে আমরা পিছিয়ে গেছি। ক্রিকেটাররা যথেষ্ট পরিমাণে কঠোর পরিশ্রম করছে এবং আমরাও চেষ্টা করছি আমাদের দিক থেকে খেলোয়াড়দের যথেষ্ট পরিমাণে বিশ্রামে রাখতে যাতে তারা মাঠে সেরাটা দিতে পারে।'

গতবারের ফাইনালিস্ট হিসেবে সিলেটকে নিয়ে এবারও ভক্তরা স্বপ্ন দেখেছিল। অনেকেই ভেবেছিলেন দলে বড় বড় তারকা ক্রিকেটার নেওয়া হতে পারে। তবে ভক্তদের প্রত্যাশা অনুযায়ী খেলোয়াড় নিতে দেখা যায়নি সিলেটকে। এ বিষয়ে নাফিস ইকবাল বলেন, 'আমরা জানি প্রতিটি দলের নির্দিষ্ট বাজেট থাকে। তাছাড়া দলের যে বকেয়াগুলো থাকে সেগুলো যেন ঠিক সময় দিয়ে দেওয়া হয়। এ কারণে অনেক সময় ওই বাজেট হিসেবে দল গঠন করতে হয়। আমি বলব আমাদের দলের ব্যালেন্সটা খুব ভালো। বড় নামের দিক থেকে যদি চিন্তা করা হয়, হঁ্যা, আমরা বড় নামের খেলোয়াড়কে সেভাবে আনিনি। কিন্তু অন্যদিক থেকে যদি চিন্তা করেন আমাদের দলের ব্যালেন্সটা খুব ভালো। যদি পরের ম্যাচগুলো জিততে পারি তাহলে আমাদেরও ওইভাবে বড় দল হিসেবে ধরে নেওয়া হয়।'

এই বিপিএলে কয়েক দফায় মাশরাফি জানিয়েছেন, তিনি আদর্শ অবস্থানে নেই। ভালো হতো না খেললে। এ বিষয়ে অনুশীলন শেষে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, 'আমি মাশরাফির বক্তব্য শুনিনি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি তার গুরুত্বটা বোঝে। সবাই চাইছে সে মাঠে উপস্থিত থাকুক। এক-একটা দলের শক্তির জায়গা একেক রকম থাকে। আমরা সবাই জানি মাশরাফি কতটা শক্তিশালী, শুধু মাঠে খেলোয়াড় হিসেবে না, তার মধ্যে অসাধারণ নেতৃত্বগুণ রয়েছে। দলকে নেতৃত্ব দেওয়ার জন্যও কিন্তু আমাদের দেখতে হয়। আমাদের ফ্র্যাঞ্চাইজি মালিক যারা রয়েছেন তারা চান যে ওই নেতৃত্বের জায়গা থেকে মাশরাফি যেন একাদশে থাকে।'

তবে মাঠে নামার জন্য যতটা প্রস্তুতি থাকা দরকার, মাশরাফি সেটি নিতে পারেননি। এটিও জানেন নাফিস ইকবাল। এ বিষয়ে তিনি বলেন, 'হঁ্যা, যদি প্রস্তুতির জায়গা থেকে বলেন, আগে একটা জাতীয় সংসদ নির্বাচন ছিল। যার কারণে সে নিজেকে প্রস্তুত করতে পারেনি। কিন্তু আপনি যদি সব শেষ ম্যাচটি দেখেন, সে খুবই ভালো করেছে, তার বোলিংও ভালো হয়েছে। সুতরাং আমার মনে হয়, যতই দিন যাবে সে আরও ভালো করবে।'

তিন ম্যাচের দুটিতে মাশরাফি বল করেছেন। সবশেষ ম্যাচে কুমিলস্না ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়েছিলেন সিলেটের অধিনায়ক। নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে তিনি বল করেননি। আর প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২.৩ ওভার বলে করে ২৫ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। তবে পারফরম্যান্সের চেয়েও তার নেতৃত্বগুণ বিবেচনায় রেখে তাকে দলে নেওয়া হয়েছে। এ বিষয়ে নাফিস ইকবাল বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মাশরাফির মেন্টালিটি সব থেকে শক্তিশালী। এই গুণটা সে সৃষ্টিকর্তা থেকে পেয়েছে উপহার হিসেবে। সবার মধ্যে এই জিনিসটা থাকে না। নেতৃত্বের মাধ্যমে সবকিছুর সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে মাশরাফি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে