বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

মাইলস্টোন স্কুলে বার্ষিক ক্রীড়া

  ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
মাইলস্টোন স্কুলে বার্ষিক ক্রীড়া

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের স্কুল শাখা-মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মনোমুগ্ধকর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্কুলটির সেক্টর-৭ ক্যাম্পাসের শিশু শিক্ষার্থীরা। উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে অনুষ্ঠিত শিশুদের মনোজ্ঞ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক খেনচান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি ভার্সন জুনিয়র সেকশনের (সেক্টর-৭ ক্যাম্পাস) অধ্যক্ষ কর্নেল আফসার আলী (অব.)। শিশুদের আনন্দ আয়োজনে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম।

প্রতিযোগিতার শেষাংশের শিশু শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খেনচান। এ সময় তিনি সুশৃঙ্খল অংশগ্রহণের জন্য সব শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানান। খেনচান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'তোমরা অবশ্যই মানবিক মানুষ হবে। সঠিক শিক্ষা এবং নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ তোমাদের সেই পথেই এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি।' বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে