বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মার্টিনেজও ইংল্যান্ড-স্পেনের বিপক্ষে খেলতে চান

ক্রীড়া ডেস্ক
  ০২ এপ্রিল ২০২৪, ০০:০০
মার্টিনেজও ইংল্যান্ড-স্পেনের বিপক্ষে খেলতে চান

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা খেলছে কোস্টারিকা, এল সালভাদরের মতো দলের বিপক্ষে। অন্যদিকে ব্রাজিল খেলছে স্পেন, ইংল্যান্ডের মতো পরাক্রমশালী দলের বিপক্ষে। তবে ব্রাজিলের মতো আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানোর মার্টিনেজও খেলতে চান এমন দলের বিপক্ষে।

বর্তমানে ফিফার্ যাংকিংয়ের ৫৪তম দল কোস্টারিকা, এই দল থেকে সৌদি আরব এগিয়ে। অপরদিকে এল সালভাদর ৮১তম দল। এই দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে ১ নম্বরে থাকা আর্জেন্টিনা। আর ৩ নম্বরে থাকা ইংল্যান্ড ও ৮ নম্বরে থাকা স্পেনের বিপক্ষে খেলেছে ৫ নম্বরে থাকা ব্রাজিল।

এই বিষয়ে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেছেন, 'বিশ্বমানের দলগুলোর বিপক্ষে খেলতে পারলেই আমাদের বেশি ভালো হতো। আমাদের উচিত ছিল ইংল্যান্ড, স্পেন বা তেমন কোনো দলের বিপক্ষে খেলা।'

তবে এল সালভাদর ও কোস্টারিকাকে ছোট করে দেখছেন না কাতার বিশ্বকাপজয়ী। মার্টিনেজ বলেছেন, 'তাদের ছোট করে দেখছি না। আসলে মারাকানায় ব্রাজিলের বিপক্ষে কিংবা লুসাইলে ফ্রান্সের বিপক্ষে খেলার মতোই খেলতে হয়েছে। আমরা কোনো ম্যাচকে হালকাভাবে নিয়ে খেলি না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে