শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে নারী টি২০ বিশ্বকাপ শুরু ২৬ সেপ্টেম্বর

ক্রীড়া প্রতিবেদক
  ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০
বাংলাদেশে নারী টি২০ বিশ্বকাপ শুরু ২৬ সেপ্টেম্বর

চলতি বছরের সেপ্টেম্বরে মেয়েদের টি২০ বিশ্বকাপের পর্দা উঠবে, সে কথা জানা গিয়েছিল আগেই। এতদিন আয়োজক দেশের নাম জানা গেলেও শুরুর দিন-ক্ষণ জানা সম্ভব হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন নারী টি২০ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে তোড়জোড় শুরু করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

যদিও চূড়ান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও বিসিবি বিশ্বকাপের সূচি এখনো প্রকাশিত হয়নি। তবে গণমাধ্যমে প্রকাশিত বিসিবির নারী উইংয়ের একটি চিঠি তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা নারী টি২০ বিশ্বকাপ। আর ক্রিকেটের এই মহাযজ্ঞ শেষ হবে ২১ অক্টোবর।

চিঠিতে আরও উলেস্নখ করা হয়েছে, আসরের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে অক্টোবরের তিন তারিখ আর আসরের ফাইনাল হবে ২০ অক্টোবর। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আইসিসি। আর এ কারণে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে