সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্যর্থ লিটন-শান্তদের নিয়ে গড়া দলটাকেই ব্যালেন্স বলছেন পাপন

ক্রীড়া প্রতিবেদক
  ১০ মে ২০২৪, ০০:০০
ব্যর্থ লিটন-শান্তদের নিয়ে গড়া দলটাকেই ব্যালেন্স বলছেন পাপন

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম তিনটিতে জয় পেলেও বিশ্বকাপের আগে সামনে এসেছে টাইগারদের টপ-অর্ডারের ব্যর্থতা। তবুও লিটন-শান্তদের ওপরেই ভরসা রাখছেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এদিকে ব্যর্থ লিটন-শান্তদের নিয়ে গড়া দলটাকেই একটি ব্যালেন্স দল হিসেবে পরিচিতি দিয়েছেন পাপন।

প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে টানা ব্যর্থতার পরও দল থেকে বাদ পড়েননি লিটন। তাকে স্কোয়াডে রেখেই বাকি দুই ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে পাঁচ দিনের যুব মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

ক্রীড়ামন্ত্রী বলেন, 'বাংলাদেশ ওপেনিংয়ে ভালো ব্যাটিং করতে পারেনি, তবে বোলিং ও ফিল্ডিং ভালো করেছে। সাকিব, মুস্তাফিজ দলে যোগ দিয়েছে। আসন্ন টি২০ বিশ্বকাপে একটি ব্যালেন্স দল নিয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ। দলে যারা রয়েছে, তাদের প্রতি আমাদের ভরসা রয়েছে।'

এ সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে তিনি বলেন, 'সবগুলো ফেডারেশনের সাথে কথা বলছি এবং ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের সাথে দেখা করছি। আগামী দিনে আর্চারি, শুটিং, দাবা ও কাবাডি খেলাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি স্নুকার ও বিলিয়ার্ড খেলা নিয়েও সম্ভাবনা দেখছি।'

টি২০ বিশ্বকাপের স্কোয়াড ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছে বাংলাদেশ। কেননা গত ১ মে ছিল আইসিসির কাছে স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। যদিও সেই স্কোয়াডে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনা যাবে আগামী ২৫ মে পর্যন্ত। তবে এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি জমা দেওয়ার পরও সাংবাদিকদের সামনে স্কোয়াড নিয়ে কিছুই বলতে নারাজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, 'বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। স্কোয়াড কী হবে তাও জানি না। তবে আন্দাজ করা যায়। এক-দুজন খেলোয়াড় এদিক সেদিক হতে পারে। ১১ জনের ভেতর ৯ জন তো এমনি বলে দেওয়া থাকে যে কারা খেলবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে