সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ফ্রান্সে পৌঁছেছে অলিম্পিক মশাল

ক্রীড়া ডেস্ক
  ১০ মে ২০২৪, ০০:০০
ফ্রান্সে পৌঁছেছে অলিম্পিক মশাল

চলতি বছর অনুষ্ঠিত হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-খ্যাত অলিম্পিক গেমস। এর আগে ১২ দিনের ভ্রমণ শেষে অলিম্পিক মশাল এখন আয়োজক দেশ ফ্রান্সে পৌঁছেছে। গ্রিস থেকে উনিশ শতকের ঐতিহ্যবাহী জাহাজ বেলেমে করে এসেছে মশালটি। মশালটি প্রথমে ফ্রান্সের দক্ষিণের শহর মার্শেইয়ে নামে। জাহাজ থেকে মশাল নামিয়ে আনেন ফ্রান্সের ২০১২ অলিম্পিক স্বর্ণজয়ী ফ্লোরেন্ট মানাদু। এ সময় হাজার হাজার দর্শনাথী মার্শেই বন্দরে হাজির হয়েছিলেন।

জমকালো আয়োজন ছিল সেখানে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল ছয় হাজার পুলিশ। ইতিহাসের সবচেয়ে বড় টর্চ রিলে হবে এবার। যা কিনা ৬৮ দিনে ১০ হাজার মানুষের হাত ঘুরবে। এর মধ্যে ১০২ বছর বয়সিও একজন আছেন।

1

ফ্রান্সের ৪০০টি শহর ঘুরবে এই মশাল। যা সামনে থেকে দেখবে অন্তত ১০ লাখ মানুষ। আগামী ২৬ জুলাই শুরু হবে অলিম্পিকের এবারের আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে