মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কোহলি-সুর্যকুমারদের ছাড়িয়ে রাজার রেকর্ড

ক্রীড়া ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
কোহলি-সুর্যকুমারদের ছাড়িয়ে রাজার রেকর্ড

রুয়ান্ডার বিপক্ষে সিকান্দার রাজা ম্যাচসেরা হয়েছিলেন ক্যারিয়ার সেরা বোলিংয়ে। পরের ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে আবার পুরস্কারটি পেলেন তিনি। গড়লেন একটি রেকর্ডও। আন্তর্জাতিক টি২০তে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ডে এখন এককভাবে চূড়ায় অনস্থান করছেন জিম্বাবুয়ের অধিনায়ক।

আর এই সংস্করণে রাজা ১৭ বার ম্যাচসেরা হলেন ৯৫ ম্যাচ খেলে। তিনি ছাড়িয়ে গেলেন ১৬ বার করে সেরার স্বীকৃতি পাওয়া ভারতের বিরাট কোহলি, সুর্যকুমার যাদব ও মালয়েশিয়ার ভিরানদিপ সিংকে।

২০২৬ টি২০ বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে নাইরোবিতে বুধবার রাতে গাম্বিয়ার বিপক্ষে ৪৩ বলে অপরাজিত ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাজা। ১৫ ছক্কা ও ৭ চারে গড়া তার ইনিংসটি। এই সংস্করণে জিম্বাবুয়ের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার পথে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি ৩৩ বলে, আন্তর্জাতিক টি২০তে যা যৌথভাবে দ্বিতীয় দ্রম্নততম শতক। তার ১৫ ছক্কা এক ইনিংসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। ২০ ওভারে ৪ উইকেটে ৩৪৪ রান করে স্বীকৃত টি২০তে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। রেকর্ড গড়ে তারা আরও বেশ কয়েকটি। আগের ম্যাচে রুয়ান্ডাকে ৯১ রানে গুটিয়ে দিতে ১৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন ৩৮ বছর বয়সি স্পিনিং অলরাউন্ডার রাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে