মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নেপাল কোচের চোখে বদলে যাওয়া বাংলাদেশ শক্তিশালী

ক্রীড়া প্রতিবেদক
  ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
নেপাল কোচের চোখে বদলে যাওয়া বাংলাদেশ শক্তিশালী

দুই দলই অপরাজিত থেকে উঠেছে ফাইনালের মঞ্চে। বাংলাদেশের তুলনায় গোল বেশি দিয়েছে নেপাল। এমনকি গ্রম্নপ পর্বে কোনো গোলই হজম করেনি স্বাগতিকরা। তবে শিরোপা লড়াইয়ে বাংলাদেশকে

নিয়ে ভীষণ সতর্ক নেপাল কোচ রাজেন্দ্রা তামাং।

এত সতর্কতার কারণও মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জানালেন রাজেন্দ্রা। পেছন ফিরে তাকিয়ে দুই বছর আগের ফাইনালে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচের তেতো স্মৃতি আওড়ালেন তিনি। বললেন, ইংলিশ কোচ পিটার জেমস বাটলারের অধীনে বাংলাদেশের খেলার ধরন বদলে যাওয়ার কথাও, 'গতবার আমরা তাদের বিপক্ষে ফাইনাল খেলেছিলাম, আমাদের কিছু ট্যাকটিক্যাল ভুল হয়েছিল বলে হেরেছিলাম। আশা করি, এবার সেই ভুলের পুনরাবৃত্তি হবে না। অতীত অতীতই। তবে অতীত থেকে শিক্ষা নিয়েছি আমরা।'

'ইংলিশ কোচের অধীনে বাংলাদেশ শক্তিশালী দল, তাদের খেলার স্টাইল ইংলিশদের মতো। তাই এটা নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের। ঘরের মাঠে খেলা বলে যদিও সমর্থকদের পাশে পাওয়ার সুবিধা আমাদের পক্ষে থাকবে, কিন্তু টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি এগিয়ে থাকা বাংলাদেশকে নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের।'

চলতি আসরে ভারতের বিপক্ষে সেমিফাইনালে এসে প্রথম গোল হজম করেন অঞ্জিলা তুম্বাপো সুব্বা। অবশ্য টাইব্রেকারের আগে অধিনায়কের বদলে পোস্টের নিচে আসেন বদলি গোলরক্ষক অঞ্জনা রানা মাগার। একটি শট সেভও করেন তিনি।

ফাইনালে যথারীতি পোস্ট আগলে রাখার পাশাপাশি নেতৃত্বের ভার থাকবে অঞ্জিলার কাঁধেই। ভারত ম্যাচের প্রসঙ্গ টেনে নেপাল অধিনায়ক বাংলাদেশের বিপক্ষে ফাইনালে পাশে চাইলেন সমর্থকদের, 'ভারতের বিপক্ষে সেমিফাইনালে অভাবনীয়ভাবে সমর্থকদের পাশে পেয়েছি আমরা। গ্যালারিতে, গ্যালারির বাইরেও তারা আমাদের সমর্থন দিয়ে গেছেন। যখন রেখা লাল কার্ড দেখল, আমরা ১০ জনের দলে পরিণত হলাম, কিন্তু সমর্থকরা পাশে থাকায় আমাদের কখনও মনে হয়নি আমরা ১০ জন নিয়ে খেলছি। মনে হয়েছিল ভারতের ১১ জনের বিপক্ষে আমরাও ১১ জন খেলছি। বাংলাদেশের বিপক্ষে ফাইনাল নিয়ে আমরা দারুণ অনুপ্রাণিত।'

গতবারের মতো এবারও ফাইনাল হবে দশরথ স্টেডিয়ামে, বুধবার

বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায়

মুখোমুখি হবে দুই দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে