১৩ ও ১৬ বাংলাদেশ ফুটবল দল মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতিম্যাচ খেলবে। এই ম্যাচ উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ১৬ জনের আংশিক দল ঘোষণা করেছেন। এই ১৬ জনের দলে নেই অধিনায়ক জামাল ভূঁইয়া। বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগ খেলছে ভুটানে। বসুন্ধরা কিংসের ফুটবলাররা দেশে ফিরবেন নভেম্বরের ৩ তারিখে। কিংসের ফুটবলাররা দেশে ফিরলে তখন আরও কয়েকজনের নাম প্রকাশ করবেন বাংলাদেশের হেড কোচ।
বুধবার সকালে জাতীয় দল ঘোষণা করে বাফুফে। প্রকাশিত দলে আছেন মূলত কিংসের বাইরে থাকা অন্য দলের ফুটবলাররা। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার প্রিমিয়ার লিগে কোনো দলে নেই। ব্রাদার্স ইউনিয়নে কয়েকদিন অনুশীলন করলেও রেজিস্ট্রেশন জটিলতা কাটেনি। কোচ দুই দিন আগে জামালের থাকার বিষয় ফিফটি-ফিফটি বলেছিলেন। মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা প্রীতিম্যাচে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জন্ম দিলেও জানা গেছে, জামাল নিজেই এবারের দুটি ম্যাচ খেলতে চাননি। সেটা আগেভাগেই স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে জানিয়ে রেখেছিলেন। ঠিক কী কারণে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন তা জানার জন্য যোগাযোগ করা হলে সুখবর দিয়েছেন তিনি!
১৬ জনের আংশিক স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেইন। ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহমেদ তপু, রহমত মিয়া, শকিল হোসেইন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন। মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম।
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ, মিরাজুল ইসলাম।