বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

আবাহনী-মোহামেডানের প্রথম দেখা আজ

ক্রীড়া প্রতিবেদক
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আবাহনী-মোহামেডানের প্রথম দেখা আজ
আবাহনী-মোহামেডানের প্রথম দেখা আজ

ঘরোয়া ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী দুই দল ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই দুই চীরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লড়াই মানেই আকর্ষণীয় এক ম্যাচ। দুই ক্লাবের সমর্থকরা অপেক্ষাতে থাকে কবে হবে ঢাকা ডার্বি। আজ সেই বহুল কাঙ্ক্ষিত মর্যাদার লড়াই। প্রিমিয়ার ফুটবল লিগে দুপুর ২.৩০ মিনিটে কুমিলস্নার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই সময়ে আরও দু'টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাবের মুখোমুখি হবে ওয়ান্ডারার্স ক্লাব। অন্যদিকে বসুন্ধরা কিংস অ্যারেনাতে শক্তিধর বসুন্ধরার প্রতিপক্ষ জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

চলতি মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাব শক্তিধর হিসেবেই আবির্ভূত হয়েছে। তবে গত কয়েক মৌসুমের মতো কাগজে-কলমে শক্তিধর দল গড়া হয়নি আবাহনীর। বিদেশি ফুটবলার ছাড়া স্থানীয়দের নিয়েই দল গড়েছে আকাশী-নীলরা। বিদেশি কোচের বদলে এবার স্থানীয় কোচ মারুফুল হকের ওপরই আস্থা রাখছে ক্লাবটি। অন্যদিকে মোহামেডানের আছে আলফাজ আহমেদের মতো সেরা কোচ। গত মৌসুমের তিন টুর্নামেন্টের রানার্স আপ তারা। এবারের মৌসুমেও শুরুর টুর্নামেন্ট চ্যালেঞ্জকাপের রানার্স আপ হয়েছে মোহামেডান। বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জকাপে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে হয়তো প্রথম শিরোপাটা হাতছাড়াও হতো না সাদা-কালোদের। অন্তত এমনটাই দাবি করেছেন মোহামেডানের কোচ। এরপর প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ওয়ান্ডারার্সের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় দিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে শক্তিধর বসুন্ধরা কিংসকেই ১-০ গোলে হারিয়ে দিয়েছে আলফাজ আহমেদের শীষ্যরা। সব মিলে ৬ পয়েন্ট নিয়ে লিগে অপরাজিতই আছে ঐতিহ্যবাহী ক্লাবটি। আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। যদিও গত সপ্তাহে ফেডারেশন কাপে কিছুটা ছন্দ পতন হয়েছে, জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জের কাছে ১-০ গোলে হেরে গেছে মোহামেডান। তবে লিগে নিজেদের মর্যাদার লড়াইয়ে আবাহনীর বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামবে তারা। অন্যদিকে বিদেশিবিহীন আবাহনীও নিজেদের সেরাটা দিতে চেষ্টা করে যাচ্ছে। ঘরোয়া ফুটবলে অবশ্য বিদেশি ফুটবলাররাই পার্থক্য গড়ে দেন। ইয়াসিন, হৃদয়, সুমন রেজা, প্রীতমের মতো ভালো মানের স্থানীয় ফুটবলার আছে আবাহনীর ডেরায়। তাই আবাহনীও চাইবে মর্যাদার এই লড়াইটা জিতে মাঠ ছাড়তে। লিগে মোহামেডানের মতো আবাহনীও আছে অপরাজিত। তারাও দু'টি ম্যাচ খেলে দু'টিতেই জিতেছে। নিজেদের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে তারা। পরের ম্যাচে প্রতিপক্ষ ছিল ওয়ান্ডারার্স। মোহামেডান যে ক্লাবটিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী তাদের বিপক্ষে পেয়েছে ১-০ গোলের জয়। সেই হিসেবেও মোহামেডান থেকে শক্তির বিচারে কিছুটা পিছিয়ে আছে আবাহনী। মোহামেডান প্রথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জিতলেও দ্বিতীয় ম্যাচে বসুন্ধরার মতো দলকে হারের তিক্ত স্বাদ উপহার দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে। যেখানে আবাহনী দুই ম্যাচেই সহজ প্রতিপক্ষের বিপক্ষে পেয়েছে ঘাম ঝড়ানো জয়। ৬ পয়েন্ট নিয়ে গোলগড়ে পিছিয়ে চতুর্থ স্থানে আবাহনী। লিগের মতো ফেডারেশনকাপেও জয় দিয়ে শুরু করেছে আবাহনী। মাত্র ৪ দিন আগে কুমিলস্নার এই ভেনু্যতেই গ্রম্নপ ম্যাচে তারা চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ৩-০ গোলে। আজকের ম্যাচ ভেনু্য কুমিলস্নার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম যেমন মোহামেডানের হোম ভেনু্য তেমনি আবাহনীরও। স্বাভাবিকভাবেই আজ এই ভেনু্যতে দুই দলের সমর্থকদের ঢল নামবে এটা সহজেই অনুমেয়। এখন দেখার বিষয় ফডারেশন কাপের হারের স্মৃতি ভুলে মোহামেডান কি ঘুরে দাঁড়াতে পারে কিনা।

অন্যদিকে আজকের ম্যাচটি বসুন্ধরার জন্যও ঘুরে দাঁড়ানোর ম্যাচ। গত রাউন্ডে মোহামেডানের কাছে ১-০ গোলের হার কিংসকে নামিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। আজ তাদের সামনে সদ্যই ফেডারেশন কাপে মোহামেডানকে হারিয়ে দেওয়া আত্মবিশ্বাসী রহমতগঞ্জ। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে জায়ান্ট কিলাররা। নিজেদের নামের প্রতি সুবিচার করতে আজ তাই জয়ের বিকল্প নেই কিংসের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে