বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

মোহামেডানকে পেছনে ফেলে শীর্ষে ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মোহামেডানকে পেছনে ফেলে শীর্ষে ব্রাদার্স
মোহামেডানকে পেছনে ফেলে শীর্ষে ব্রাদার্স

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখল করেছে গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। শুক্রবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে পয়েন্ট তলানির দল চট্টগ্রাম আবাহনীকে। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে মোহামেডানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ব্রাদার্স। জোড়া গোল করেন সেনেগালের মিডফিল্ডার সেনে চিক। একই দিনে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফর্টিস এফসি ৩-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে।

মুন্সীগঞ্জে ম্যাচের ১৪ মিনিটে গোল করে ম্যাচে লিড এনে দেন ব্রাদার্স ইউনিয়নের সেনেগালের মিডফিল্ডার সেনে চিক। বা প্রান্ত থেকে অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়ার লং থ্রো-তে পোস্টের কাছে জটলার মধ্যে বল পেয়ে দারুণ হেডে চট্টলার জাল কাঁপান সেনে (১-০)। তবে এক গোল হজমের পর বেশ ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিল বন্দর নগরীর দলটি। পুরো ৯০ মিনিট ব্রাদার্সকে আটকেও রেখেছিল তারা। তবে ইনজুরি টাইমে আবারও জ্বলে উঠেন সেনে। (৯০+২) মিনিটে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে দ্বিতীয় ও শেষ গোল করে চট্টগ্রাম আবাহনীর হার নিশ্চিত করেন এই মিডফিল্ডার (২-০)।

একই দিনে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফর্টিস এফসি ৩-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। যদিও পুরো প্রথমার্ধ ফর্টিসকে আটকে রাখে ইয়ংমেন্স। তবে দ্বিতীয়ার্ধের শুরুর দশ মিনিটের মধ্যেই ম্যাচে লিড নেয় ফর্টিস এফসি। ৫২ মিনিটে মিডফিল্ডার আবদুলস্নাহর যোগান দেওয়া বলে ইয়ংমেন্সের জাল কাঁপান ফর্টিসের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর সার (১-০)। এরপর জোড়া গোল করেন সদ্য জাতীয় দলে অভিষেক হওয়া স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা। ৫৭ মিনিটে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোলটি করেন নোভা (২-০)। ৮৫ মিনিটে আবারও ইয়ংম্যান্সের জালে বল পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন নোভা (৩-০)। এই গোলের পেছনের নায়কও ছিলেন আবদুলস্নাহ। ফর্টিস তিন ম্যাচে প্রথম জয়ে চার পয়েন্ট পেয়েছে। ইয়ংমেন্স টানা তৃতীয় হারের লজ্জা পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে