বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

পিছিয়ে পড়েও ইউরোপায় ম্যানইউর স্বস্তির জয়

ক্রীড়া ডেস্ক
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পিছিয়ে পড়েও ইউরোপায় ম্যানইউর স্বস্তির জয়
উয়েফা ইউরোপা লিগে ভিক্টোরিয়া পালাজের বিপক্ষে গোল করায় ম্যানইউর ব্রম্ননো ফানান্দেজকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস -ওয়েবসাইট

গোলকিপার আন্দ্রে ওনানার মস্ত বড় ভুলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। বিরতির পর পর গোল খেয়েও ভিক্টোরিয়া পস্নজেনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জিতল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানইউ। বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লিগে ভিক্টোরিয়া পস্নজেনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা।

উয়েফা ইউরোপা লিগে ছয় ম্যাচ অজেয় থাকল ম্যানইউ। ১২ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে থেকে সরাসরি শেষ ষোলোর টিকিট পাওয়ার অপেক্ষায় আছে তারা। ভিক্টোরিয়া পস্নজেনকে ম্যাচের ৪৮তম মিনিটের গোলে এগিয়ে দেন ফরোয়ার্ড মাতে ভিদ্রা। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ওনানার দুর্বল পাস দখলে নেন প্রতিপক্ষ খেলোয়াড় পাভেল সুলক। তারপর কাটব্যাক দেন সতীর্থকে। গোলের বাকি কাজ সহজেই সেরে নেন ভিদ্রা।

রাসমুস হয়লুন্দ ম্যাচ ঘড়ির কাঁটা এক ঘণ্টা পার হতেই গোল শোধ দেন। ম্যাচের ৬২তম মিনিটে পস্নজেন কিপার মার্টিন জেডলিকার ফিরিয়ে দেওয়া শট জালে জড়ান মার্কাসর্ যাশফোর্ডের বদলি নামা ফরোয়ার্ড। তারপর ৮৮তম মিনিটে ম্যানইউ অধিনায়ক ব্রম্ননো ফার্নান্দেজের নিচু ফ্রি কিকে বল পেয়ে জাল কাঁপান হয়লুন্দ। ডেনিস তারকার জোড়া গোলে জেতে ইউনাইটেড।

উয়েফা ইউরোপা লিগে ছয় ম্যাচ অজেয় থাকল ম্যানইউ। ১২ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে থেকে সরাসরি শেষ ষোলোর টিকিট পাওয়ার অপেক্ষায় আছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে