বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নারী এশিয়া কাপ খেলতে মালয়েশিয়া গেল বাংলাদেশ দল

ক্রীড় প্রতিবেদক
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নারী এশিয়া কাপ খেলতে মালয়েশিয়া গেল বাংলাদেশ দল

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর বসবে মালয়েশিয়ায়। বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার সুমাইয়া আক্তারের নেতৃত্বে খেলবে জুনিয়র টিম টাইগ্রেস দলটি।

বয়সভিত্তিক এশিয়া কাপের আসরটিতে ৬ দল অংশ নেবে। স্বাগতিক মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা। ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে আসর। শুক্রবার সকালে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ খেলবে 'বি' গ্রম্নপে। গ্রম্নপের বাকি দল মালয়েশিয়া ও শ্রীলংকা। 'এ' গ্রম্নপে লড়বে ভারত, পাকিস্তান ও নেপাল। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৬ ডিসেম্বর, শ্রীলংকার বিপক্ষে। পরের ম্যাচ ১৭ ডিসেম্বর, মালয়েশিয়ার বিপক্ষে। ফাইনাল গড়াবে ২২ ডিসেম্বর।

বাংলাদেশ দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা এরা (সহ-অধিনায়ক), মিস ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরা ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সাবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার এবং মেহেরুন নেসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে