বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সর্বশেষ টি২০ বিশ্বকাপ পর্যন্ত ছিলেন ডেভিড হেম্প। এরপর থেকে অনেকটা আড়ালেই যেন আছেন টাইগার এই ব্যাটিং কোচ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের সঙ্গে ছিলেন না হেম্প।
গেল বছরের শেষ দিক থেকেই বাংলাদেশে নেই হেম্প। ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে হেম্পের চুক্তি রয়েছে আরও এক বছর তথা ২০২৬ সালের ফেব্রম্নয়ারি পর্যন্ত। যে কারণে এই কোচকে আবারও দেশে ফিরিয়ে আনছে বিসিবি। হেম্প যখন বাংলাদেশে আসেন তখন দায়িত্ব পালন করেন হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের।