রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফের বিপিজিএমইএর সভাপতি সামিম আহমেদ

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বাংলাদেশ পস্নাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি পদে সামিম আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কে এম ইকবাল হোসেন ও সহ-সভাপতি পদে কাজী আনোয়ারুল হক ও মো. এনামুল হক নির্বাচিত হয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর পল্টনে অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে বিপিজিএমইএর পরিচালনা পরিষদের (২০২৩-২০২৪ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিপিজিএমইএর ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন বোর্ডের অন্য সদস্য, এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন অর রশিদ এবং আবুল খায়ের উপস্থিত ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, ২ সেপ্টেম্বরও অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদের নতুন সাতজন সদস্য নির্বাচিত হন। পরিচালনা পরিষদের নবনির্বাচিত সাত সদস্য হলেন- সাধারণ গ্রম্নপ? সামিম আহমেদ, কাজী আনোয়ারুল হক, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, খাদেম মাহমুদ ইউসুফ। সহযোগী গ্রম্নপ- নুর আলম বাচ্চু, মো. আবুল খায়ের।

বিপিজিএমইএর ২১ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদে আছেন সামিম আহমেদ, কে এম ইকবাল হোসেন, কাজী আনোয়ারুল হক, মো. এনামুল হক, মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, গিয়াসউদ্দিন আহমেদ, হুমায়ুন কবির বাবলু, মোসাদ্দেকুর রহমান নান্নু, মো. ইয়াকুব, নুর আলম বাচ্চু, মো. আব্দুল মান্নান, এ টি এম সাঈদুর রহমান বুলবুল, মো. শাহজাহান, মো. খোরশেদ আলম, আমান উলস্নাহ, মো. আব্দুর রশিদ ভূঁইয়া, আব্দুল কাদের জিলানী, মো. আবুল খায়ের এবং খাদেম মাহমুদ ইউসুফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে