শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফিউচার মার্কেটে বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ফিউচার মার্কেটে বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম। দেশটিতে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা এবং শীর্ষ সরবরাহকারী দেশগুলোয় মজুত কমার কারণে বাজারদর ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দাম বাড়ল। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বুধবার মার্চে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ৩২ রিঙ্গিত বা দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৭৮৭ রিঙ্গিতে (৮১৫ ডলার ৪৬ সেন্ট)।

মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রপ্তানিকারক। নভেম্বরে দেশটিতে পাম অয়েলের মজুত কমেছে। সাত মাসের মধ্যে প্রথমবারের মতো মজুত কমল। মূলত রপ্তানির তুলনায় উৎপাদন কমে যাওয়ায় মজুতে টান পড়েছে।

ইন্দোনেশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যমতে, অক্টোবরে বিশ্বের শীর্ষ পাম অয়েল সরবরাহকারী দেশটি ৩০ লাখ টন রপ্তানি করে। গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে ৩১ শতাংশ।

অন্যদিকে ইন্টারটেক টেস্টিং সার্ভিসের দেয়া তথ্য অনুসারে, চলতি মাসের প্রথমার্ধে মালয়েশিয়ার পাম অয়েল রপ্তানি ১৩ দশমিক ৬ শতাংশ কমেছে। রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯১ হাজার ৪৯০ টনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে