মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

'ইভোলিউশান ইউকে'র বিক্রয়কেন্দ্র উদ্বোধন

  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
'ইভোলিউশান ইউকে'র বিক্রয়কেন্দ্র উদ্বোধন
'ইভোলিউশান ইউকে'র বিক্রয়কেন্দ্র উদ্বোধন

প্রায় এক দশক ধরে নারীদের ত্বক বিষয়ে পরামর্শ দিয়ে অনলাইনে নারীদের আস্থা অর্জন করেছেন যুক্তরাজ্য প্রবাসী ত্বক বিশেষজ্ঞ ও নারী উদ্যোক্তা শামীমা আক্তার। নারীদের আন্তর্জাতিক নানা ব্র্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াসহ নারীদের হাতের কাছে পৌঁছে দিয়েছেন বিশ্বখ্যাত নানা প্রসাধনী ও কসমেটিকস। কর্মজীবী নারী, সেলিব্রেটি, ছাত্রী, গৃহিণীসহ সবার বিশেষ আগ্রহ রয়েছে 'ইভোলিউশান ইউকে'র পণ্য নিয়ে। সস্তা ও নকল পণ্যের ভিড়ে অথেনটিক ও মানসম্মত পণ্য নিয়ে ইতিমধ্যে সাড়া জাগিয়েছে 'ইভোলিউশান ইউকে'র পণ্য। দীর্ঘ সময়ের এই পথপরিক্রমায় আপনার সঙ্গী হতে পেরে আমরা গর্বিত। এই ধারাবাহিকতায় সম্মানিত ক্রেতা সাধারণের চাহিদা অনুসারে নারীর সময় ও রূপ রাঙানোর ব্রত নিয়ে ধানমন্ডির সীমন্ত সম্ভার শপিং কমপেস্নক্সে অনেক বড় পরিসরে শুরু হচ্ছে 'ইভোলিউশান ইউকে'র আউটলেট। ফ্যাশন সচেতন নারী, সম্মানিত ক্রেতা সাধারণ, অসংখ্য শুভানুধ্যায়ীর উৎসাহে আমাদের আজকের এই অভিযাত্রা। আপনাদের অকৃত্রিম ভালোবাসায় অনুপ্রাণিত হয়েই আপনাদের সৌন্দর্য সচেতনতা ও আত্মবিশ্বাসের নিত্য সঙ্গী হয়ে উঠবে 'ইভোলিউশান ইউকে। গ্র্যান্ড ওপেনিংয়ে প্রধান অতিথি থাকবেন পারসা ইভানা (অভিনেত্রী ও নৃত্যশিল্পী)। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে