বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বুটেক্স হাল্ট প্রাইজের অনক্যাম্পাস রাউন্ড অনুষ্ঠিত

  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
বুটেক্স হাল্ট প্রাইজের অনক্যাম্পাস রাউন্ড অনুষ্ঠিত
বুটেক্স হাল্ট প্রাইজের অনক্যাম্পাস রাউন্ড অনুষ্ঠিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)- এ অনুষ্ঠিত হলো 'হাল্ট প্রাইজ এট বুটেক্স ২০২৫'-এর অনক্যাম্পাস রাউন্ড। ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং অডিটোরিয়ামে সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিার্থীরা সামাজিক সমস্যার সমাধানে নিজেদের ইনোভেটিভ আইডিয়া উপস্থাপন করে। খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা সংক্রান্ত সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করতে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। বিভিন্ন ধাপ পার হয়ে, সেরা আইডিয়া প্রদানকারী টিমকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদের আইডিয়া বাস্তবায়ন করার জন্য ১ মিলিয়ন মার্কিন ডলারের গেস্নাবাল স্টার্টআপ পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতার প্রথম ধাপ হলো অনক্যাম্পাস রাউন্ড।

এই বছরের ইভেন্টকে সফল করার জন্য ক্যাম্পাস ডিরেক্টর মোহাম্মদ মুনতাসির আল মারুফ, ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর মুনতাহা রহমান রাহা ও হেড অব অপারেশনস ইমন দাসের নেতৃত্বে আয়োজক কমিটি অকান্ত পরিশ্রম করে। চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলগুলোর নাম ঘোষণার মাধ্যমে শেষ হয় হাল্ট প্রাইজ এট বুটেক্স অনরাউন্ড ক্যাম্পানের। এরেকা নাট ফাইবার, জুট ফাইবার এবং কর্ন স্টার্চ দিয়ে উচ্চমতা সম্পন্ন সাস্টেইনেবল এবং বায়োডিগ্রেডেবল স্যানিটারি প্যাড তৈরির আইডিয়া উপস্থাপনের মাধ্যমে চ্যাম্পিয়ন হয় চার সদস্যদের টিম 'প্রত্যাশা'। টিম লিডার তাহমিদুল ইসলামসহ বাকি সদস্যরা হলেন, প্রত্যয় গাঙ্গুলি বিজয়, সুরাইয়া বিনতে রেজা, নাহিয়ান নাওয়ার সামিহা।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি করা এবং ডিজিটাল পস্নাটফর্ম-এর সাহায্যে মধ্যস্থতাকারীদের অপসারণ করার মাধ্যমে ভোক্তা পর্যায়ে দাম কমানোর আইডিয়ার মাধ্যমে ১ম রানার্সআপ হয় মো. নাফিস ফুয়াদ, ফারিহা আনিকা, সাদ আল আশরাফী এবং মাহমুদ মাহীর দল 'টিম ট্রেইলবেস্নজার্স'।

সবশেষে ২য় রানার্সআপ নির্বাচিত হয় হাসিবুল হাসান এবং মো. সাজ্জাদ হোসাইন পিয়াসের দল 'টিম স্যাবিয়র'। বিশ্বব্যাপী পানিতে ডুবে মানুষের মৃতু্যর হার কমাতে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব লাইফ জ্যাকেট এর আইডিয়া উপস্'াপন করে তারা।

সম্পূর্ণ ইভেন্টজুড়ে অনবদ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আয়োজক কমিটির পক্ষ থেকে ডিরেক্টর এবং এসোসিয়েট ডিরেক্টরদের ক্রেস্ট প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে