শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়ায় শিশুর মৃত্যু ॥ আক্রান্ত শতাধিক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ২৫ নভেম্বর ২০২১, ১৯:০৮

ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ফারজিয়া নামে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। শিশু ফারজিয়া জেলার আখাউড়া উপজেলার আইরল গ্রামের মামুন মিয়ার মেয়ে।

শিশুর স্বজনরা জানান, গত দুইদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয় ফারজিয়া। বৃহস্পতিবার সকালে তার শারিরীক অবস্থার অবনতি হলে ভোর ৫টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স হাবিবা বেগম বলেন, ভোর রাতে শিশু ফারজিয়াকে ওয়ার্ডে ভর্তি করার পর আমরা তাকে চিকিৎসা দেই। ভর্তির সময়ই শিশুটির অবস্থা খারাপ ছিলো। সকাল ৭টার দিকে মারা যায়।

হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সোলাইমান মিয়া বলেন, ভোররাতে খুবই খারাপ অবস্থায় শিশুটিকে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

উল্লেখ্য, হঠাৎ করেই ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে শতাধিক ডায়রিয়া রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান বলেন, হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বাড়লেও তাদের চিকিৎসা সেবায় কোন ঘাটতি নেই। হাসপাতালে পর্যাপ্ত পরিমানে ঔষধ ও স্যালাইন রয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে