ব্রাহ্মণবাড়িয়ায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ৭টায় শহরের কাউতলী নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়ায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলের জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আল-মামুন সরকার, পৌর সভার মেয়র মেয়র নায়ার কবির, প্রেসক্লাবের আহবায়ক রিয়াজ উদ্দিন জামি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।
প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, দেশীয় পন্য প্রদর্শনীর জন্য বাণিজ্য মেলার বিকল্প নেই। তিনি বলেন, বাংলাদেশের বড়-বড় শিল্পপতিদের মধ্যে অধিকাংশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তাদের নিয়ে যদি ব্রাহ্মণবাড়িয়ায় আরো বৃহৎ পরিসরে বাণিজ্য মেলা করা যায় তাহলে এটা ব্রাহ্মণবাড়িয়ার জন্য খুবই ভালো হবে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বড় বড় শিল্পপতিদের সাথে যোগাযোগ রাখার জন্য চেম্বার নেতাদেরকে আহবান জানান।
উদ্বোধনী দিনেই ছিলো মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভীড়। ক্রেতারা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলা বিভিন্ন পন্য সামগ্রী নিয়ে ৮৩টি স্টল বসে।
যাযাদি/মনিরুল