শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে গাঁজাসহ আটক ২  

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ১০ জুন ২০২৩, ১১:৩৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে দেশীয় তাঁতের শাড়ীর গাঁট্টিতে মাদকদ্রব্য পরিবহনকালে ১৫ কেজি শুকনো গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে বিভিন্ন রঙের দেশীয় পঞ্চাশটি শাড়ী জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ২ আসামি হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বাবারিয়া গ্রামের রহম আলী প্রামানিকের ছেলে তারা মিয়া (৩৭) ও একই উপজেলার সেরখালি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জহুরুল ইসলাম ওরফে রকেট (৩৫)।

শুক্রবার দুপুর ১২ টার দিকে থানা চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান।

সংবাদ সম্মেলনে বলা হয়, এর আগে গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হকের নেতৃত্বে এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ পৌরশহরের তিস্তা বাজারে (মহিলা বাজার) অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছে থাকা কাপড়ের গাঁট্টি খোলার পর প্রতিটি শাড়ীর ভিতরে খবরের কাগজ দিয়ে মোড়ানো সাদা পলিথিনে বিশেষ কায়দায় তৈরী ৩০০ গ্রাম ওজনের ৫০টি প্যাকেটে ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। একইসঙ্গে ৫০ টি দেশীয় তাঁতের শাড়ী ও ২ টি কালো কাপড়ের গাঁট্টি জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান আরও বলেন, ’প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।’

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শুভ্র দেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক ও পুলিশ সদস্যরাসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে