শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বান্দরবানে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ও ৭৫ হাজার টাকা মালিকদের কাছে হস্তান্তর

বান্দরবান প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ১৮:১৩
বান্দরবানে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ও ৭৫ হাজার টাকা মালিকদের কাছে হস্তান্তর
বান্দরবানে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ও ৭৫ হাজার টাকা মালিকদের কাছে হস্তান্তর

বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ৩০ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জনের ভূলক্রমে বিকাশে চলে যাওয়া ৭৫ হাজার ৬৯৫ টাকাও উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে এপিবিএন(আর্মড পুলিশ ব্যাটালিয়ান)।

আজ সোমবার বিকাল ৩ টার দিকে জেলা সদরের মেঘলাস্থ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কার্যালয়ে অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান প্রকৃত মালিকদের কাছে এ মোবাইল ও টাকাগুলো হস্তান্তর করেন।

জানা যায়, ঢাকা, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া, ছিনতাই হওয়া ও বিকাশে টাকা পাঠাতে গিয়ে ভূলবশত: অন্যের মোবাইলে টাকা চলে যায়। এসময় ভূক্তভোগীরা স্ব স্ব জেলায় সাধারণ ডায়রী করেন। এরই প্রেক্ষিতে সাধারণ ডায়রীর কাগজ বিভিন্ন থানায় প্রেরণ করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবান ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় এএসআই মোঃ রবিউল করিম সিকদারের নেতৃত্বে বান্দরবান সাইবার টিম মোবাইল ট্রেকিং এর মাধ্যমে বিভিন্ন মডেলের ৩০টি মোবাইল ও বিভিন্নজনের, ৭৫ হাজার ৬৯৫ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

বান্দরবান ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান বলেন, জেলায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারসহ সর্বদায় জনগণের সেবা করে যাচ্ছে এবিবিএন। ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে