পিরোজপুরের ইন্দুরকানীতে জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েলেন গাবগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমিত ডাকুয়া। প্রাথমিক শিক্ষা পদক-২০২৩-এ পিরোজপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ইন্দুরকানী উপজেলার ১৪ নং গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমিত ডাকুয়া। গত ১৪ সেপ্টেম্বর পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সাতটি উপজেলার প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর বিভিন্ন ক্যাটাগরীর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। পরে ১ অক্টোবর বাছাই শেষে রমিত ডাকুয়াকে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করা হয়। বাছাই কমিটির সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব কুমারেশ চন্দ্র গাছি'র স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
এবিষয়ে ১৪ নং গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ছবি হালদার বলেন রমিত ডাকুয়া আমার বিদ্যালয়ের একজন দক্ষ, কর্মঠ এবং মেধাবী সহকারী শিক্ষক। তার যোগদানের পর থেকে তিনি বিদ্যালয়ের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পিরোজপুর পিটিআই এ সর্বোচ্চ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করেছিলেন আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
উলেখ্য এছাড়াও তিনি ব্রিটিশ কাউন্সিল অধীনে ইংরেজিতে মাস্টার প্রশিক্ষকদের প্রশিক্ষণে একজন ইংরেজি প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।
যাযাদি/ এস