শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নাঙ্গলকোটে ভোলাইন খাল প্রভাবশালীদের দখলে

শরীফ আহমেদ মজুমদার, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৫১
নাঙ্গলকোটে ভোলাইন খাল প্রভাবশালীদের দখলে
নাঙ্গলকোটে ভোলাইন খাল প্রভাবশালীদের দখলে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শাকতলী বাজার থেকে তুগুরিয়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়কের উত্তর পাশে ভোলাইন খাল। খালটি আদ্রা উত্তর ও আদ্রা দক্ষিণ ইউনিয়নকে বিভক্ত করে। খালের উত্তর পাশে আদ্রা উত্তর ইউনিয়ন দক্ষিণ পাশে আদ্রা দক্ষিণ ইউনিয়ন। খালটি দখল করার অভিযোগ পাওয়া গেছে দুই ইউপির প্রাবশালীদের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,শাকতলী তুগুরিয়া থেকে পর্যন্ত মনোহরগঞ্জ সাতেশ্বর-মুন্সীরহাট হয়ে ডাকাতিয়া নদীতে পতিত হয়। তুগুরিয়া থেকে নোয়াখালীর সোনাইমুড়ী,লাকসাম থেকে তুগুরিয়া পর্যন্ত বিস্তৃত এই খাল।

ব্রিটিশ আমলে খালটি ভেরল্লা খাল নামে পরিচিত ছিল। একসময় শাকতলী তুগুরিয়া খাল,পরে ভোলাইন খাল নামে পরিচিত প্রায় ৬.২ কিলোমিটার খালটিতে আরসিসি পিলার করে কয়েকটি প্রভাবশালী মহল দখল করে শাকতলী,আলীগঞ্জ বাজার, বরইয়ারটেক, ভোলাইন পর্যন্ত ৫ শতাধিক দোকানপাট ব্যানিজ্যিক ভবন নির্মাণ করেন। এতে এলাকার ময়লা আবর্জনা ও কচুরিপানা আটকে গিয়ে দূষিত হয়।

টানা বৃষ্টিতে পানি জমে,শাকতলী, গোরকাটা,মোল্লাপাতান, ভোলাইন,আদ্রা,মগুয়া, হিড়াজোড়া, মেরকট গ্রামসহ আশে পাশের গ্রামের সদ্য রোপণকৃত কৃষকের শতশত একর ফসলি জমির আমনের ফসল তলিয়ে গেছে । এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা।

আদ্রা গ্রামের কৃষক মফিজুর রহমান (৬৩) বলেন, তিনটি ইউনিয়নের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। খালের উপর আরসিসি পিলার দিয়ে মার্কেট নির্মাণ করার ফলে, টানা বৃষ্টিতে পানি জমে তলিয়ে গেছে শতশত হেক্টর জমির ফসল। খালটি দখল মুক্ত করে খনন করার দাবী জানান তিনি।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আশরাফুল হক যায়যায়দিনকে বলেন, খালটি ৮-১০ বছর থেকে দখলে রেখেছেন। এর পরও আমি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেব।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে