বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

মহেশখালীর সকল স্কুল-মাদরাসায় নতুন বই বিতরণ

মহেশখালী উপজেলা প্রতিনিধি
  ০১ জানুয়ারি ২০২৪, ১৪:৫৫
মহেশখালীর সকল স্কুল-মাদরাসায় নতুন বই বিতরণ

মহেশখালী উপজেলায় প্রত্যেক নতুন বছরে প্রথমদিনে নতুন বই বিতরণ করা হয় ৷ সকল ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, নিম্ন মাধ্যমিক ও প্রথমিক বিদ্যালয়ে নতুন পাঠ্য বই বিতরণে নিষেধাজ্ঞা থাকলেও নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে বই বিতরণ করা হয় ৷

সোমবার (১ জানুয়ারী ২০২৪ইং) সকাল ১০টায় স্ব স্ব ইউনিয়নের প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, স্কুল-মাদরাসাসহ সকল প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ৷ তবে স্কুলের নবম শ্রেণিতে নতুন বই পরে বিতরণ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ৷

মহেশখালী উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল কাদের বলেন, মহেশখালী নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে আমরা বই বিতরণ করেছি ৷ মাদরাসায় প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি ও স্কুলে ষষ্ট থেকে নবম শ্রেণিতে নতুন বই বিতরণ হয় ৷ তবে নবম শ্রেণির বই পরে বিতরণ করা হবে ৷

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে