রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বালিয়াডাঙ্গীর কান্তিভিটা সীমান্তে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২৪, ১২:২২
বালিয়াডাঙ্গীর কান্তিভিটা সীমান্তে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি

শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার 'ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন'র কান্তভিটা কোম্পানীর টহল দল পরিত্যক্ত দুটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করেন। বাংলাদেশের অভ্যন্তরে ২'শ গজ ভিতরে ৩৮৮/২ মেইন পিলার বরাবর বঙ্গভিটা নামক স্থান হতে ১টি রাইফেল ও ১টি পিস্তল উদ্ধার করা হয়।

বিজিবির পাড়িয়া বিওপি কমান্ডার ইউনুস আলী জানান, ঠাকুরগাঁও-২ নির্বাচনী আসন সীমান্তবর্তী হওয়ায় এ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ানোর জন্য এ অস্ত্রগুলি দুষ্কৃতিকারীরা ভারত থেকে চোরাই পথে এনেছে।

এ ব্যাপারে কান্তিভিটা বিওপি কমান্ডার সুবেদার এনায়েত হোসেন, বালিয়াডাঙ্গী থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেছে। মামলার এজাহারে আগ্নেয়াস্ত্র দুটি পরিতক্ত বলে কারও নাম উল্লেখ করেননি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে