রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরাজগঞ্জে বালু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৪, ১৯:০৮
সিরাজগঞ্জে বালু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জের কামারখন্দে পাকা রাস্তার উপরে ভারী লোহার পাইপ দিয়ে বালু তোলায় যানবাহন চলাচল ও সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে বালুর ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থ দন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে কামারখন্দ উপজেলার ফুলজোর নদীর ঝাটিবেলাই বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন বালু ব্যবসায়ী শাহজাহাদপুর উপজেলার পুঠিয়া গ্রামের হারুনর রশিদের ছেলে ইউসুব (৩৪) কে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি পাকা রাস্তার উপরে ভারী লোহার পাইপ দিয়ে বালু তোলায় যানবাহন চলাচল ও সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। এ কারনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে ১৮৬০ দন্ডবিধির ২৯১ ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে