৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্ব থাকা সহকারি পিজাইডিং ও পোলিং অফিসারদের নির্বাচনের ডিউটির ভাতার টাকায় ভাগ বসালেন টুঙ্গিপাড়া প্রাথমিক শিক্ষা অফিসার (টিও) মাসুদুর রহমান।
গত ৮ মে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে কেড়াইল কোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিজাইডিং অফিসারে দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান তার সাথে দায়িত্বে থাকা ৬ জন সহকারি পিজাইডিং ও ১২ জন পোলিং অফিসার নির্বাচনী প্রশিক্ষণ, যাতায়াত এবং ডিউটি ভাতা হিসাবে একজন সহকারী পিজাইডিং অফিসার পাবে ৭৩৮০/- টাকা (টিও) মাসুদুর রহমান ১৮০/- টাকা কেটে তাদের দেন ৭২০০/- টাকা। পোলিং অফিসারদের ৫৪৯০/- টাকা দেওয়ার কথা থাকলেও তাদের কাছ থেকে ২৪০/- টাকা কেটে রেখে দেওয়া হয় ৫২৫০/- টাকা। (টিও) মাসুদুর রহমান জাতীয় নির্বাচনে ২০২৪ ইং সালে বিদ্যালয়ের মেরামত বরাদ্দের ৫০০০০/- টাকা থেকে ২০০০/- টাকা নিজের পকেটে ঢুকান।
উপজেলার পাঁচকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ও গাছ টিন্ডার দিয়ে ২০৬০০০/- টাকা নিয়ে এখন পর্যন্ত কোনো ফান্ডে জমা না দিয়ে নয় ছয় কথা বলতেছেন। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন ট্রেনিংয়ে নিজের পছন্দের শিক্ষকদের দিয়ে ট্রেনিং করিয়ে তাদের কাছ থেকে ভাতা বাবদ পাওয়া টাকা থেকে তিনি টাকা গ্রহণ করেন।
একই দিনে শিক্ষকদের দিয়ে ২টা ভিন্ন জায়গা ট্রেনিং করিয়ে ২বার ভাতার টাকা শিক্ষকদের দ্বারা নিজের পকেটে ঢুকান। (টিও) মাসুদুর রহমান অনিয়ম করে উপজেলা পর্যায়ে তার ট্রেনিং দেওয়ার কথা না থাকলে ও তিনি সহ ২জন (এটিও) ট্রেনিং করান।
এটা এই প্রথম ট্রেনিং করালেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহাকরী কর্মকর্তা যা টুঙ্গিপাড়া তিনিই অনিয়ম করলেন এই সব বিষয়ে নিয়ে টুঙ্গিপাড়া বহুল জনপ্রিয় মিডিয়া নবধারা ও দৈনিক সকলের বার্তা প্রচার হলেও (টিও) মাসুদুর রহমানের বিরুদ্দে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়গুলো নিয়ে টুঙ্গিপাড়া প্রাথমিক শিক্ষক ও শিক্ষকদের সমিতির নেতারা টুঙ্গিপাড়ার প্রেস ক্লাবে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েছে। অভিযোগ গুলো নিয়ে শিক্ষকদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। শিক্ষকরা সুষ্ঠ দতন্ত করে (টিও) মাসুদুর রহমানের বিরুদ্দে ব্যবস্থা নেওয়া অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে (টিও) মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি টাকার বিষয়ে স্বিকার করলেও বলেন ভুলক্রমে টাকা কেটে নেওয়া হয়েছিলো পরে ফেরত দেওয়া হয়েছে। অন্যান্য অনিয়মের বিষয়গুলো কোনো সঠিক উত্তর দেননি।
যাযাদি/ এম