সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কলমাকান্দায় জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সুরক্ষায় কৃষকের সাথে মতবিনিময় সভা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৪, ২০:২২
কলমাকান্দায় জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সুরক্ষায় কৃষকের সাথে মতবিনিময় সভা

নেত্রকোনার কলমাকান্দায় জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সুরক্ষায় প্রশাসন ও কৃষকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বিআরডিবি হল রুমে বেসরকারি সংস্থা বারসিকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বারসিকের উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক ও প্রধান আলোচক ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। আরো বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও সমকালের কলমাকান্দা প্রতিনিধি শেখ শামীম প্রমূখ। ওই সভায় সীমান্তবর্তী লেঙ্গুড়া, খারনৈ, চন্দ্রডিঙ্গা, এলাকার কৃষক প্রতিনিধিরা অংশ নেন। এসময় প্রতিনিধিরা নিজ নিজ এলাকার কৃষি জমি, পানি, যোগাযোগ ব্যবস্থা ও বালি সমস্যার বিষয়গুলো তুলে ধরেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে