সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

চুনারুঘাটে ইন্তাজ উল্লাহ মাস্টারের ইন্তেকাল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৪, ২১:১০
চুনারুঘাটে ইন্তাজ উল্লাহ মাস্টারের ইন্তেকাল

হবিগঞ্জের চুনারুঘাট দণিা চরন পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক ও পূর্ব পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট শিানুরাগী আলহাজ্ব মোঃ ইন্তাজ উল্লাহ (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন)। তিনি গতকাল রবিবার রাত ৭ টা ৪৫ মিনিটে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারনে মারা যান। সোমবার বেলা আড়াই ঘটিকায় দণিা চরন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে তাকে আইতন গ্রামের দীঘিরপাড় কবরস্থানে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উনার জানাজায় ছাত্র শিক জন প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী ও পেশার হাজার হাজার মুসল্লি অংশ গ্রহন করেন। মরহুম ইন্তাজ উল্লার মৃত্যুতে শোক জানিয়েছেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম আকবর হোসেন জিতু, সাধারন সম্পাদক আনোয়ার আলী, রাণীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, মিরাশী ইউপি চেয়ারম্যান মানিক সরকার, দেওরগাছ ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান রোমন ফরাজী, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক, ব্যবসায়িক ও সাংবাদিক ইউনিটের নেতৃবৃন্দ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে