শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে বিএনপির কালো পতাকা মিছিল পন্ড

চাঁদপুর প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৪, ২০:০৫
চাঁদপুরে বিএনপির কালো পতাকা মিছিল পন্ড

বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশি বাধায় পন্ড হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীরা শহরের চিত্রলেখা মোড়ে অবস্থান করলে পুলিশ তাদেরকে বাঁধা প্রদান করে। পরে নেতা-কর্মী কর্মসূচি পালন না করে স্থান ত্যাগ করে।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম জানান, আমরা কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সাংগঠনিক নিয়মে কর্মসূচি পালনের চেষ্টা করি। পুলিশ এসে আমাদেরকে বাঁধা প্রদান করে। তাৎক্ষনিক আমরা সেখানে বক্তব্য দেই। পুলিশ আমাদের সাংগঠনিক কাজে বাঁধা দিয়েছে। আমরা তাদের কাছে কিসের অনুমতি নেব। পুলিশ আমাদের গনতন্ত্র অধিকার হরণ করছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, বিএনপি মিছিল করার প্রস্তুতি নেয়। শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা তাদেরকে বিক্ষোভ মিছিল করতে দেইনি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে