রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দাদিকে বাঁচাতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল নাতির

কক্সবাজার প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৫
দাদিকে বাঁচাতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল নাতির

কক্সবাজারে তুচ্ছ ঘটনায় দাদিকে রক্ষা করতে গিয়ে পিটুনিতে আলাউদ্দিন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। এঘটনায় র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মমিন (২২) নামের এক যুবককে আটক করেছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে শহরের ৯ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন স্থানীয় মো ইমরানের ছেলে।

নিহত আলাউদ্দিনের বাবা মো ইমরান বলেন, কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া বাজারে তাদের চায়ের দোকানে প্রায় প্রতি রাতে চা খেতে আসে স্থানীয় বখাটে যুবক ফয়েজ, হাসান, মমিন ও মেহেদী। বেশিরভাগ সময় তারা চায়ের বিল না দিয়ে চলে যায়। বৃহস্পতিবার রাতেও তাঁরা চায়ের বিল না দিয়ে চলে যাচ্ছিলেন। এসময় বিল চাওয়ায় উত্তেজিত হয়ে বখাটেরা আলাউদ্দিনের দাদিকে মারতে যান তাঁরা। এতে আমার ছেলে দাদিকে রক্ষা করতে গেলে তাকে লাঠি দিয়ে বেতড়ক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই আমার ছেলে মারা যায়।

হামলাকারীদের মধ্যে থেকে মুবিন (২২) নামে একজনকে আটক করেছে টহলরত র‌্যাব। বাকীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) কায়সার হামিদ জানান, প্রাথমি ভাবে যতটুকু জানা গেছে একদল দুর্বৃত্ত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় টহলরত র‌্যাব একজনকে আটক করেছে। হত্যাকারী অন্যদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, নিহতের লাশ মযনাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে