সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সীমান্তে সেনা বাহিনীর মানবিক সহায়তা পেল শতাধিক পরিবার 

থানচি (বান্দরবান) প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪০
সীমান্তে সেনা বাহিনীর মানবিক সহায়তা পেল শতাধিক পরিবার 

বান্দরবানে থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকার গতবছরে কুকিচিং সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে বাড়ীর ঘর ছেড়ে দির্ঘ ৯ মাস পর ফিরে আসার অসহায়, হত দরিদ্র শতাধিক বম পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সরবরাহ, নতুন ঘর নির্মানের প্রয়োজনীয় ঢেউটিন,হাঁড় কাপানো শীতে কস্টের জীবনের পরিত্রানের মানবিক সহায়তা হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরন কর্মসূচী পালন করেন বাকলাই সেনা ক্যাম্প। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টা সময় প্রাতা বম পাড়ার প্রঙ্গনের অনুষ্ঠিত হয়।

বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানের ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট পরিচালনা থানচি ও রুমা দুই উপজেলা মাঝামাঝি স্থানের প্রাতা বম পাড়ার প্রাঙ্গনের মানবিক সহায়তা ও শীত বস্ত্র বিতরন কর্মসূচী শুভ উদ্ভোধন করেন বাকলাই সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সালমান মেহেদী অংকন।

সেনা বাহিনীর মানবিক সহায়তা ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচীতে স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন থানচি উপজেলার সেরকর বম পাড়া,সিংত্লাংপি পাড়া,থাংদয় বম পাড়া,প্রাতা বম পাড়া, রুমা উপজেলা বাসিন্দা বাকলাই বম পাড়া ও দুলিচাং ম্রো পাড়া শতাধিক নর নারী। তারা সকলের দুইটি করেন শীত বস্ত্র কম্বল গ্রহন করার পরে শারেরিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহন করেন। এ ছাড়া ও দুলিচাং ম্রো পাড়া ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানের জন্য সাড়ে ৭ বান ঢেউটিন দুলিচাং পাড়ার কারবারী পারিং ম্রো সেনা বাহিনীর হতে গ্রহন করা হয়।

বিতরনে সময় প্রধান অতিথি সালমান মেহেদী অংকন সাংবাদিকদের বলেন, ২০২২ সালে অক্টোবর মাসের কুকিচিং সন্ত্রাস কর্মকান্ডে কারনে কয়েকটি গ্রামে বাসিন্দারা ঘরবাড়ী ছেড়ে পালিয়ে যায়, দির্ঘ ৯ মাস পর ২০২৩ সালে নভেম্বর মাসের সেনা সহায়তা স্বাভাবিক জীবনের ফিড়ে আসেন ঔ সব পরিবার।

এ অঞ্চলের আইনশৃংঙ্খলার পরিস্থিতির এবং স্ব-হ অবস্থানের রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করছি। সহায়তা পেয়ে বাকলাই বম পাড়া প্রধান রোয়ালরেম বম বলেন, আমরা এখন সেনাবাহিনীর নানান সহযোগীতা গত চার মাস যাবৎ সুরক্ষিত রয়েছে। ফের কুকিচিং বিভিন্ন কর্মকান্ড জাড়ানো হলে আসরা সজাগ হয়ে সেনাবাহিনীকে জানিয়ে দেবো।

শীত বস্ত্র বিরনকালে ওয়ারেন্ট অফিসার আবদাল সাহেব, দুলিচান পাড়ার প্রধান পারিং ম্রো, সিংত্লাংপি পাড়ার কারবারী কোয়ারখার বম, বাকলাই পাড়ার প্রধান রোয়ালরেম বম, প্রাতা পাড়ার প্রধান রনি বম প্রমূখ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে