রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কক্সবাজার জেলায় এসএসসি পরীক্ষার্থী ৩০ হাজার ৩১৮ জন

কক্সবাজার প্রতিনিধি
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৫
কক্সবাজার জেলায় এসএসসি পরীক্ষার্থী ৩০ হাজার ৩১৮ জন

সারা দেশের ন্যায় কক্সবাজারেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল ১৫ ফেব্রæয়ারী থেকে। জেলার ৫৩ কেন্দ্রে পরীক্ষার্থী এবার ৩০,৩১৮ জন।

জেলা প্রশাসনের শিক্ষা শাখা হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট কক্সবাজার জেলায় ৫৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রের মধ্যে এসএসসি পরীক্ষা কেন্দ্র ৩১ টি, দাখিল পরীক্ষা কেন্দ্র ১৪ টি, কারিগরি পরীক্ষা কেন্দ্র ৮টি।

জেলায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ২১ হাজার ৮৯৭ জন, দাখিলে ৬ হাজার ৯৪৪ জন, কারিগরিতে ১ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী। প্রতিটি বিষয়ের পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।

অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ জানান, জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নির্বাহী মাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। সব কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে এসএসসি পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আশেপাশে জারি থাকবে ১৪৪ ধারা জারি থাকবে বলে জানান তিনি।

কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন জানান, সারা দেশের মত কক্সবাজার জেলায়ও এসএসসি পরীক্ষার্থীরা সুষ্ঠু ভাবে অংশ নিতে পারবে। নিরপেক্ষ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান।

এদিকে পরীক্ষার্থীদের জন্য ৭টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। নিন্দেশনা সমুহ হলো প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে বাধ্যতামূলকভাবে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময অনুযাযী পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে বিধায পরীক্ষার্থীর বন্ধু-বান্ধব ও আত্মীযজন নির্ধারিত সময়ে কোনভাবেই পরীক্ষা হলের প্রাঙ্গনে অবস্থান করতে পারবে না। কোন পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড ছাডা অন্য কোন নোট, কাগজ, বইপত্র, মোবাইল ফোন ও কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে