শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বাবুগঞ্জে ২৫০ কেজি জাটকা পেলো ১০ টি এতিমখানা

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৮
বাবুগঞ্জে ২৫০ কেজি জাটকা পেলো ১০ টি এতিমখানা

জাটকাসহ সবধরনের দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা এবং অবৈধ জাল নির্মূলে বরিশালের বাবুগঞ্জে মাস ব্যাপি চলমান অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সুগন্ধা নদীর তীরে জাহাঙ্গীর নগর ইউনিয়নের নতুন চর জাহাপুর এলাকার ইট ভাটায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও র‍্যাব-৮ এর যৌথ অভিযান পরিচালনা করেছেন। অভিযানে ২৫০ কেজি জাটকা জব্দ করে তা বাবুগঞ্জ উপজেলার ১০টি এতিমখানাসহ গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় জাটকা পরিবহনের দায়ে ১টি মাহেন্দ্র গাড়ি (বরিশাল -থ ১১-০২৯৪) জব্দ করা হয়েছে মাহেন্দ্র গাড়ি টি পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাবুগঞ্জ মৎস্য অধিদপ্তর ।

জাটকা ধরার অপরাধে কাউনিয়া এলাকার আটককৃত ইয়াকুব আলী ফকিরের ছেলে মুহিন ফকিরের কাছ থেকে ৩০০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি),এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।

র‍্যাব-৮ এর ডিএডি শাহরিয়ার এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম যৌথ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে সহযোগীতা করেন এয়ারপোর্ট থানা পুলিশ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে