রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নোয়াখালীতে অবৈধ ক্যাবল অপারেটরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১২
নোয়াখালীতে অবৈধ ক্যাবল অপারেটরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নোয়াখালীতে অবৈধ ক্যাবল অপারেটরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিকুর রহমানের নের্তৃত্বে জেলার বেগমগঞ্জ উপজেলার জমিদার হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে লাইসেন্স ছাড়া অবৈধভাবে ক্যাবল ব্যবসা পরিচালনার দায়ে চেরাগ আলী কেবল নেটয়ার্কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম-উল-ইসলাম। তিনি জানান, অবৈধ ক্যাবল নেটওয়ার্ক ও ক্যাবল অপারেটরের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে