শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

রাজস্থলী প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৪
সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

কাপ্তাই উপজেলাধীন বাকছড়ি সরকারি প্রাথমিক স্কুলের অসহায় হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় শিক্ষা উপকরণ দিয়েছে সেনাবাহিনী।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে ১০ আর ই ব্যাটলিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বাকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০ আর ই জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো, তাওহীদ আমিন, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।১০ আর ই ব্যাটলিয়নের পক্ষ থেকে ভবিষ্যতে ও এরকম শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। দূর দুরান্ত থেকে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে খুবই খুশি হয়েছে।

শিক্ষকরা বলেছেন, ‘এটি ব্যতিক্রমী এবং প্রশংসনীয় উদ্যোগ। পাহাড়ের গরিব অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনা খুবই কষ্টসাধ্য। শিক্ষা উপকরণগুলো পাওয়ায় শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আরো মনোযোগী হবে। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়বে।’

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে