শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও পিস্তলসহ গ্রেফতার ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৫
দৌলতপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও পিস্তলসহ গ্রেফতার ১

কুষ্টিয়ার দৌলতপুরে প্রায় ২ হাজার বোতল ফেনসিডিল, বিদেশী পিস্তল ও গুলি সহ কুখ্যাত মাদক কারবারি শেফালী খাতুন কে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ভারত সীমান্ত ঘেষা পদ্মা নদী বেষ্টিত চিলমারী ইউনিয়নের খারিজারথাক গ্রামে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প বুধবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সংবাদ ব্রিফিং এ তথ্য জানায়। মাদক কারবারি শেফালী খাতুন খারিজারথাক গ্রামের ওমর ব্যাপারীর স্ত্রী।

র‌্যাব জানায়, মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায়

র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত ঘেষা পদ্মা নদী বেষ্টিত চিলমারী ইউনিয়নের খারিজারথাক গ্রামে এ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি শেফালী খাতুন কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ১৯৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সময়ে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি হাসুয়া এবং মাদক বিক্রির নগদ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, তারা দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল এবং মাদক ব্যবসার কাজে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছে। তিনি আরে জানান, মাদক কারবারি শেফালী খাতুন কুষ্টিয়া, পাবনা এবং রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিনব কায়দায় মাদক বিক্রি করত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে