শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধামইরহাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  ০২ মার্চ ২০২৪, ১৩:৪৭

নওগাঁর ধামইরহাটে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ২ মার্চ সকাল সাড়ে ৯টায় ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘সঠিক তথ্যে ভোটার হবো-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান, সভার সঞ্চালক ও যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, পল্লী অফিসার রামানন্দ সরকার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক রবিউল ইসলাম, গ্রাম আদালতের কো-অর্ডিনেটর ধীমান দেবনাথ, সাংবাদিক এম এ মালেক, আবু মুছা স্বপন, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তাগণ ভোটারদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন এবং প্রকৃত তথ্যের ভিত্তিতে ও শনাক্তকারীর প্রদানকৃত তথ্যের সঠিকতা যাচাই করে তথ্য সংগ্রহের আহবান জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে