সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

আটপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত 

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২৪, ১৩:২৯
ছবি-যাযাদি

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নেত্রকোনার আটপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বর, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়৷ পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, আটপাড়া ডিগ্রী কলেজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আটপাড়া উপজেলা শাখা, আটপাড়া উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা প্রশাসন আয়োজনে মুক্তমঞ্চে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু, সহকারী কমিশনার (ভূমি) নীলুফার ইয়াসমিন নিপা,

উপজেলা নির্বাহী প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জুবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, দুওজ ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল হক তালুকদার, লুনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কবীর, তেলিগাতী ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র দাশ, শুনই ইউনিয়নের চেয়ারম্যান রোকনুজ্জামান খান, সুখারী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান প্রমুখ।

প্রমুখ৷

এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে৷

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে