রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

দীঘিনালায় ঝড়ে ক্ষতিগ্রস্ত কর্মীকে জেলা বিএনপির সহায়তা

দীঘিনালা (খাগড়াছড়ি)প্রতিনিধি
  ০৬ মে ২০২৪, ১৯:১০
দীঘিনালায় ঝড়ে ক্ষতিগ্রস্ত কর্মীকে জেলা বিএনপির সহায়তা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামতের জন্য উপজেলা কৃষক দলের সহ-সভাপতি তরন্ত বিকাশ ত্রিপুরাকে জেলা বিএনপির পক্ষ থেকে ঢেউটিন সহ অনান্য জিনিসপত্র প্রদান করা হয়েছে।

৬ মে (সোমবার) দুপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত তরন্ত বিকাশ ত্রিপুরার বাসায় গিয়ে ঢেউটিন পৌঁছে দেন দীঘিনালা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম সফিক ও সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন জানান, সম্প্রতি কালবৈশাখী ঝড়ে উপজেলা কৃষক দলের সহ-সভাপতি তরন্ত বিকাশ ত্রিপুরার বসতঘর ভেঙে যায়। খবর পেয়ে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া মহোদয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত তরন্ত বিকাশ ত্রিপুরার ঘর মেরামতের জন্য ঢেউটিন সহ যাবতীয় জিনিসপত্র পাঠানো হলে আমরা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা গিয়ে পৌঁছে দেই।

এছাড়াও উপজেলা কৃষক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক বল্লভ চাকমার অসুস্থ মায়ের খোঁজ খবর নেন এবং জেলা বিএনপির পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

যাযাদি/এস এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে