রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নীলফামারীতে প্রবীণদের নিয়ে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ০৬ মে ২০২৪, ১৯:১০
ছবি-যায়যায়দিন

‘প্রবীণের যুক্তি-নবীনদের শক্তি, দুয়ে মিলে সমাজের মুক্তি' এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে সোমবার সকালে প্রবীণদের স্বাস্থ্য সেবায় করণীয় প্রেলিয়েটিভ (প্রশোমন মূলক) জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্লে ডক্টর কনসালটেন্ট ফার্ম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সহযোগিতায় সিভিল সার্জন অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্ত্বরে ১৫০ জন প্রবীণকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাক্তার হাসিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার আতিকুর রহমান, মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার অমল রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার ইমরান কবির, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।

আলোচনা শেষে প্রবীণদের মাঝে একটি করে টি- শার্ট, হ্যান্ডবিল ও স্বাস্থ্য সচেতনতা মূলক বই দেয়া হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে