শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  ০৮ মার্চ ২০২৪, ১৬:১২

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নারীর সমঅধিকার,সমসুযোগ-এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা চত্বরে কিশোর-কিশোরী ক্লাবের নারী সদস্যদের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠত হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বাগত বক্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, অনুষ্ঠানের সঞ্চালক যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, জনস্বাস্থ্য দপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাসদা, প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, রোজলীন মিতু, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে